ঢাকাবুধবার , ১৭ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সাবেক এমপি শাহে আলম বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি পুনঃনির্বাচিত

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ১৭, ২০২৪ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: সাবেক এমপি শাহে আলম বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি পুনঃনির্বাচিত

বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম চতুর্থ বারের মত বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুলাই ) বিকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে নির্বাচনে প্রিজাইডিং অফিসার সহকারি প্রোগ্রামার মো. হাফিজ আল আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি নির্বাচিত করা হয়। সভায় পদাধিকার বলে কমিটির সদস্য সচিব বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দা কামরুন্নাহার, প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট তারিকুল ইসলাম, শিক্ষানুরাগী সদস্য এটিএম মোস্তফা সরদার,নবনির্বাচিত অভিভাবক সদস্য মোঃ খায়রুল ইসলাম সোহাগ,মোঃ জাহিদ হোসেন সরদার,মোঃ সত্তার বেপারি ও নজরুল ইসলাম সারোয়ার হাওলাদার,সংরক্ষিত নারী অভিভাবক সদস্য নুপুর খানম, শিক্ষক প্রতিনিধি সদস্য মাওলানা আব্দুল কাইয়ুম,দেবদুলাল হালদার ও জোৎসনা খানম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত,এর আগে গত ১৩ জুলাই উৎসবমূখর পরিবেশে ৪টি সাধারণ অভিভাবক সদস্য, তিনটি শিক্ষক প্রতিনিধি সদস্য ও একটি সংরক্ষিত নারী অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিকে সাবেক সংসদ সদস্য মো. শাহে আলম বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ বারের মত সভাপতি নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগ ও প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে।