নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীতে ধূমপান নিয়ে সংঘর্ষে আহত, ৪
নগরীর রুইয়া এলাকায় ধূমপান নিয়ে সংঘর্ষে দু গ্রুপের চারজন আহতের অভিযোগ পাওয়া গেছে।
গত মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে টেক্সটাইল এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলো, ওই এলাকার সেকান্দার হাওলাদারের ছেলে আব্দুর রাজ্জাক এবং আব্দুর রাজ্জাকের ভাগিনা অলি। অপর পক্ষের জোসনা বেগম ও জোছনার ছেলে রিফাত।
বর্তমানে তারা গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সূত্রে জানা যায়, টেক্সটাইল এলাকায় ফিরোজ শিকদারের ছেলে ১৪ বছর বয়সী রিফাত গত সোমবার ধূমপান করে বাসায় যায়। বিষয়টি তার বাবা-মা বুঝতে পেরে তাকে শাসন করে। কিন্তু রিফাত বাবা-মা,র ভয়ে পার্শ্ববর্তী আব্দুর রাজ্জাকের ছেলে আলামিনের উপর দোষ চাপায়। অর্থাৎ আলামিন তাকে ধূমপান করিয়েছে বলে বাবা মার কাছে বলে নিজেকে রক্ষা করে।
কিন্তু বিষয়টি নিয়ে ফিরোজ শিকদার প্রতিপক্ষ আলামিনের বাবা আব্দুর রাজ্জাক কে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত ঘটনা উদঘাটন হয়।
এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে আলামিন ও তার বাবা আব্দুর রাজ্জাককে প্রতিপক্ষ ফিরোজ শিকদার, রিফাত রাব্বি, মাসুম, কালন, শামীম, রুবেল, কুটটি সিকদার সহ একদল ভাড়াটিয়া সন্ত্রাসী পরিকল্পিতভাবে হামলা চালিয়ে তাদেরকে আহত করে। এ সময় আলামিনের সাথে থাকা ওমরকে বাঁচাতে আসলে তার বড় ভাই অলি আহমেদ আহত হয়।
অন্যদিকে সংঘর্ষে অপরপক্ষ ফিরোজ সিকদারের স্ত্রী জোসনা বেগম ও রিফাত আহত হয়।
ফিরোজ শিকদার জানান, ধূমপান করাকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।