ঢাকাশনিবার , ৪ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২১৪ রোগী

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ৪, ২০২৩ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২১৪ রোগী।

বরিশালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২১৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।

মৃতরা হলেন, ভোলা সদর উপজেলার কাজল (৭০) ও পটুয়াখালীর গেরাখালির রুহুল আমিন (৬০)। তাদের দুজনের একজন ভোলা সদর হাসপাতালে ও একজন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ৩৩ হাজার ৫৩৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩২ হাজার ৬৭৯ জন। বিভাগে এখন পর্যন্ত ১৫৬ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এরমধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১২০ জন, ভোলা সদর হাসপাতালে দশ জন, বরগুনা সদর হাসপাতালে পাঁচজন, পিরোজপুর সদর হাসপাতালে ১২ জন, পটুয়াখালীর দুই হাসপাতালে আটজন ও ঝালকাঠি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালে সর্বোচ্চ ৬৬জন, পটুয়াখালীতে ৩০ জন, পিরোজপুরে ৬৪ জন, ভোলায় ১০ জন, বরগুনায় ৩৩ জন ও ঝালকাঠিতে ১১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। শনিবার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ৬৯৮ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।