নাজমুল হক মুন্না :: উজিরপুর উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তর কর্তৃক আয়োজিত ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। ০৩ নভেম্বর শনিবার সকাল দশটায় এ উপলক্ষে একটি রেলী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আঃ মজিদ সিকদার বাচ্চু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপুর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, উপজেলা সহকারী কমিশনার ভূমি কে, এম, ইসমাম, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রিয়াদ খান । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান সোহাগ, উপজেলা বি,আর ডি,বি,কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান প্রমুখ