ঢাকারবিবার , ৪ আগস্ট ২০২৪

কোটা আন্দোলনে পুলিশের গুলিতে কেউ মারা যায়নি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ৪, ২০২৪ ১:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে কেউ মারা যায়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, গুলির যে তথ্য পাওয়া গেছে তার অনেকগুলোই পুলিশের রাইফেলের গুলি নয়। শনিবার (৩ আগস্ট) রাতে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফকালে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো শিশুর মৃত্যু হয়নি। হয়তো দুই-একজন কিশোর মারা গিয়ে থাকতে পারে। তাদেরককে ঢাল হিসেবে নিয়ে আসা হয়েছিল। শিশুদের আড়ালে অন্য একটি শক্তি ছিল। পেছনের শক্তিকে রুখতে গিয়ে এ ঘটনা ঘটেছে।

নিজের পদত্যাগ প্রশ্নে তিনি বলেন, এরকম কোনো পরিস্থিতি তৈরি হলে এবং প্রধানমন্ত্রী যদি মনে করা তাহলে আমরা সেটা করব।

প্রসঙ্গত, গত শুক্রবার (২ আগস্ট) বাংলাদেশে চলমান সাম্প্রতিক সহিংসতায় অন্তত ৩২ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। শুক্রবার (২ আগস্ট) সংস্থাটির ওয়েবসাইটে ও অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানান ইউনিসেফের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক সঞ্জয় উইজেসেকেরা।