হাসান মাহমুদ :: বিগত আওয়ামী সরকারের দুঃশাসনই আমলে পিলখানায় বিডিআর হত্যা শাপলা চত্বরে আলেম হত্যা এবং বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে গণহত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল বরিশাল জেলা উত্তর শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিলও পথসভা অনুষ্ঠিত হয়। আজ বুধবার সন্ধ্যা আনুমানিক সাত ঘটিকায় বরিশাল জেলা উত্তরাধীন মেহেন্দিগঞ্জ উপজেলায় এই বিক্রম মিছিল পথসভা অনুষ্ঠিত হয়। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে বরিশাল উত্তর জেলাধীন মেহেন্দিগঞ্জ উপজেলায় এক বিশাল বিক্ষোভ মিছিল এবং পথসভা করেছে যুবদল। মিছিলটি মেহেন্দিগঞ্জ বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তেমুহনি চত্বরে এসে পথ সভার মাধ্যমে শেষ হয়। পথসভায় বক্তৃতায় বরিশালের জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু বর্তমান সরকারের উদ্দেশ্যে বলেন, খুনি হাসিনা সরকারের আমলের সংগঠিত পিলখানায় নারকীয় হত্যাকান্ড, দেশের আলেম সমাজ ও ছাত্র সমাজে যেভাবে খুন করা হয়েছে আমরা এই প্রতিটি হত্যার বিচার চাই। এবং যতদিন পর্যন্ত এই হত্যাকাণ্ডের বিচার করা না হবে ততদিন জাতীয়তাবাদী যুবদল বরিশাল জেলা উত্তর শাখা বিক্ষোভ সংগ্রাম চালিয়ে যাবে। এছাড়াও অন্যান্য বক্তারা তাদের বক্তৃতায় বিগত আওয়ামী লীগ সরকারের সকল প্রকার অনিয়মের বিচার দাবি করেন। বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, পৌর বিএনপির আহবায়ক ক্রিয়ার শাহীন লিটন, সদস্য সচিব শ্রীরাম আহমেদ সেলিম রিয়াজউদ্দিন চৌধুরী দিনু মিয়া সহ মেহেন্দিগঞ্জ উপজেলা যুবদলের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিকদল এবং মহিলা দলের নেতৃবৃন্দ।