
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি খান স্বপন সম্পাদক খালিদ সাইফুল্লাহ
শনিবার (২০ সেপ্টেম্বর) সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা শেষে বিআরইউর ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সহ-সভাপতি বশির আহমেদ( বাংলাদেশ বুলেটিন টুয়েন্টিফোর), যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হোসনে (দখিনের সময়), কোষাধ্যক্ষ নুরুজ্জামান (বরিশালের কাগজ), এবং দপ্তর ও প্রচার সম্পাদক জিয়াউল করিম মিনার (ইত্তেফাক), ক্রীড়া সম্পাদক বায়জিদ মোল্লা পান্নু নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন নজরুল বিশ্বাস (চ্যানেল এস), মর্জিনা বেগম (বরিশাল বেতার) ও তন্ময় তপু (নাগরিক টিভি)।
বিআরইউর বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন নজরুল বিশ্বাস। সম্পাদকীয় রিপোর্ট তুলে ধরেন মিথুন সাহা।


