ঢাকাশনিবার , ২১ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে ১০ গ্রেডের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

ক্রাইম টাইমস রিপোর্ট
সেপ্টেম্বর ২১, ২০২৪ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: পটুয়াখালীতে ১০ গ্রেডের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

 

“১০ম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার” এই একদফা দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ করেছে উপজেলায় কর্মরত শতশত  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  সহকারী শিক্ষকরা। শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে শিক্ষকরা বলেন, দেশের মানুষ গড়ার কারিগররা আজ অবহেলিত, নিষ্পেশিত। যে শিক্ষকরা একজন প্রথম গ্রেডের কর্মকর্তা তৈরির কারিগর, তাদের ১২ তম গ্রেডের প্রস্তাবনা করা হয়েছে।  যা আমাদের জন্য লজ্জার।

সমাবেশে সহকারী শিক্ষক মোসা. সুমী বলেন, শিক্ষক সমাজ যদি অর্থনৈতিক সংকটে ভোগে তাহলে শিক্ষার মান বাড়বে না। শিক্ষকদের আলাদা গ্রেড থাকতে হবে। তিনি আরো বলেন,  ১২তম গ্রেড প্রস্তাবনা প্রত্যাখ্যান করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন করা এখন সময়ের দাবি।

সমাবেশে আরো  বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মিজানুর রহমান, আখতারুজ্জামান, আরিফুর রহমান,মো. জুয়েল, রেজাউল করিম, ইউসুফ আলী, হুমায়ুন কবির, মীর আলামিন এবং ইমাম হোসেন প্রমুখ।’