নিউজ ডেস্ক :: শিয়াল মারার ফাঁদে প্রাণ গেলো ব্যবসায়ীর
ময়মনসিংহের গফরগাঁওয়ে পোল্ট্রি খামারে শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে আব্দুল আলিম (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
সোমবার (৬ নভেম্বর) দিনগত রাতে উপজেলার পাইথল ইউনিয়নের পাইথল গ্রামে বাদশা মিয়ার পোল্ট্রি ফার্মে এ ঘটনা ঘটে। আব্দুল আলিম ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে।পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই এলাকার বাদশা মিয়া শিয়ালের হাত থেকে মুরগি রক্ষা করতে জিআই তার দিয়ে ফার্মের চার পাশে বৈদ্যুতিক ফাঁদ পাতেন। ঘটনার দিন রাতে বাদশা মিয়া তার বন্ধু আব্দুল আলিমকে নিয়ে মুরগির খামারে যান। এসময় আব্দুল আলিম বৈদ্যুতিক তার না দেখে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান।ওসি বলেন, আব্দুল আলিমের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।