নিজস্ব প্রতিবেদক :: বরিশালে খাবার বিল না দিয়ে সময় টিভির সাংবাদিক পরিচয় : নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের বাবর আটক।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের কেন্টিনের খাবার বিল না দিয়ে পালানোর সময় ভুয়া সাংবাদিক জহিরউদ্দিন বাবর (৪০) নামে এক প্রতারকে আটক করে পুলিশে দিয়েছে হাসপাতালে স্টাফরা। বুধবার (১৬ অক্টোবর) রাতে হাসপাতালের পঞ্চম তলার কেন্টিনে এ ঘটনা ঘটে।
আটকৃত ভুয়া সাংবাদিক বাবর নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের শাহী মসজিদ সড়কের হারুন শেখের ছেলে। সে নিজেকে বেসরকারি সময় টিভির বরিশাল প্রতিবেদক হিসেবে পরিচয় দিয়েছিলো।
কেন্টিনের স্টাফ মেহেদি হাসান জানান, কেন্টিনে ১৫০ টাকার খাবার খাওয়ার পর বিল চাইলে প্রথমে নিজেকে মেডিকেলের ষ্টাফ পরিচয় দেন। পরে নিজেকে সময় টিভির বরিশাল প্রতিবেদক শাকিল মাহমুদ হিসেবে দাবি করে। এতে সন্দেহ হলে তার কাছে আইডি কার্ড দেখতে চাই। তখন তিনি কোনো কথা না শুনে মারধর শুরু করেন। এরপর হাসপাতালের নিয়োজিত আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী এলে তাদের কাছে সময় টিভির বরিশাল প্রতিবেদক শাকিল মাহমুদের ভিজিটিং কার্ড বের করে নিজেকে শাকিল মাহমুদ এবং পরে তার স্বজন হিসেবে পরিচয় দেয়।
আইনশৃংখলা বাহিনী বিষয়টি শাকিল মাহমুদকে অবহিত করেন। তিনিসহ বেশ কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে আসলে শাকিল মাহমুদকে চিহ্নিত করতে পারেনি ভুয়া সাংবাদিক বাবর। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
সময় টিভির প্রতিবেদক শাকিল মাহমুদ বলেন, কাজের ক্ষেত্রে প্রায়ই বিভিন্ন স্থানে গিয়ে ভিজিটিং কার্ড দেয়া হয়। সেই ভিজিটিং কার্ড আইডি কার্ডের হোল্ডারে রেখে নিজেকে শাকিল মাহমুদ পরিচয় দিতো এই প্রতারক।
এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছে, আটক বাবর কখনো কখনো নিজেকে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের কর্মকর্তাদের আত্মীয় পরিচয় দিয়েছে। সময় টিভির বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপু ও আমি শাকিল মাহমুদ আমাদের ক্যামেরা পার্সন সুজয় দাস ও সুমন হাসান ছাড়া বরিশাল জেলায় আর কোন প্রতিবেদক ও ক্যামেরা পার্সন নেই।
খবরের কাগজ পত্রিকার বরিশাল অফিস প্রধান মইনুল ইসলাম সবুজ বলেন, কয়েক বছর আগে এই জহিরউদ্দিন বাবর তিনি নিজেকে কালের কন্ঠ পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা করেছিলো। পরে স্থানীয় জনতা তাক গণধোলাই দিয়ে ছেড়ে দেন।
কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, ভূয়া এক সাংবাদিক হাসপাতালের খাবার কেন্টিনের খাবার বিল না দিয়ে পালানোর সময় জহির উদ্দিন বাবর আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যাবস্থা প্রহন করবো।