নাজমুল হক মুন্না :: বরিশালের উজিরপুর উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়ন করেন দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্য সহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। ১৬ অক্টোবর সকাল ১১ টায় উজিরপুর উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসনাত জাহান খান,উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা কাজী মাহফুজা আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লায়লা পারভিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদ হাসান, উজিরপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ কলিম উল্লাহ
উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজর রহমান মাসুম। সভায় উপস্থিত ছিলেন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নাজমুল হক মুন্না, এ সময় ওয়ার্ল্ড ভিশনের উজিরপুর এরিয়া ম্যানেজার সিলভীয়া ডেইজী। একই সাথে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা অথবা তাদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।এ সময় উজিরপুর ফায়ার সার্ভিসের সদস্য বৃন্দ অগ্নি নির্বাপকের বিভিন্ন কলা কৌশল জনসাধারণের মধ্যে উপস্থাপন করেন।পরে একটি র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।