ঢাকাশুক্রবার , ১৮ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

পুলিশ সুপারের মোবাইল ছিন*তাই

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ১৮, ২০২৪ ১১:১০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: টাঙ্গাইলে বাসার সামনে থেকে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার ইমামুর রশীদের মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ অক্টোবর) শহরের ক্লাব রোডের তার সরকারি বাসার সামনে থেকে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে দুপুরে টাঙ্গাইল সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ সদস্যরা, স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সাথে কথা বলে সিসি ক্যামেরার ফুটেজ এর সংগ্রহ করেছে বলে জানা গেছে।

স্থানীয় কয়েকজন ব্যবসায়ী বলেন, সকালে পুলিশ সুপার কবুতরের খোঁজে তার বাসার সামনে বের হয়। পরে এক ছিনতাইকারী তার হাত থেকে মোবাইল ফোন নিয়ে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আলড়ন সৃষ্টি হয়েছে।

এর আগে, শহরের ক্লাব রোড, জেলা সদর রোড, ও বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে চুরি ও ছিনতাই এর ঘটনা ঘটছে। সেসব ছিনতাইয়ের ঘটনায় পুলিশের পক্ষ থেকে তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহাম্মেদ জানান, যেহেতু অস্ত্র ঠেকিয়ে মুঠোফোন নেয়া হয়নি তাই এটাকে ছিনতাই বলা যাবে না।

এ বিষয়ে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার ইমামুর রশীদের যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।