ঢাকাসোমবার , ২৮ অক্টোবর ২০২৪

বরিশালে এইচপিভি টিকাদানে শিক্ষকদের সচেতনতা সভা

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ২৮, ২০২৪ ২:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে এইচপিভি টিকাদানে শিক্ষকদের সচেতনতা সভা।

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বরিশালে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে শিক্ষকদের নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল। তিনি শিক্ষকদের টিকা কার্যক্রমের প্রতি ভীতি দূর করে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।

তিনি বলেন, প্রতিবছর জরায়ুমুখ ক্যান্সারে প্রায় ৫ হাজার নারী মারা যান, যা এইচপিভি টিকা গ্রহণের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব।

এছাড়া সভায় বক্তব্য রাখেন সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. সাইফুল হাসান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের আঞ্চলিক উপ-পরিচালক মাহবুবা হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা। তারা শিক্ষকদের এই মহৎ উদ্যোগ সফল করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।