নিজস্ব প্রতিবেদক :: এবার দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলেই বহিষ্কারের হুশিয়ারি দিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন।
মেহেন্দিগঞ্জ উপজেলার ১৩ নং গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত এ গনগত বিনিময় সভায় এমন হুশিয়ারি উচ্চারণ করেন গিয়াস উদ্দিন দিপেন। গতকাল মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় গোবিন্দপুর স্কুল মাঠ প্রাঙ্গনে এক বিশাল গণ সমাবেশে স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীদের সাথে হাজার হাজার মানুষের উপস্থিতিতে এই গনমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। গিয়াস উদ্দিন দিপেন আরো বলেন দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী স্থানীয় জনতার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণের মধ্য দিয়ে সম্পর্ক উন্নয়নের আহ্বান জানান তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির উদৃতি দিয়ে দিপেন বলেন জনতার কাতারে এসে হাতে কোদাল মাথায় মাটির সাজি নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন তা বাস্তবায়নের জন্য সর্বস্তরের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান দিপেন। বিগত সরকারের আমলে জনগণের প্রতি যে অন্যায় অত্যাচার হয়েছে সেই ধারা আজীবনের জন্য পরিবর্তন করে স্থানীয় জনতার বিপদে-আপদে সার্বক্ষণিক পাশে থাকার উদার্থ আহ্বান জানান গিয়াসউদ্দিন দিপেন। গণমতো বিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি রহমান তালুকদার । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজান মাঝি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, পৌর বিএনপির আহবায়ক রিয়ার শাহীন লিটন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান মুক্তা। প্রধান বক্তা হয়ে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহ্বায়ক নাঈম ইসলাম তুহিন, সদস্য ও সচিব মাজারুল ইসলাম পারভেজ, পৌর যুবদলের আহবায়ক আমিনুল ইসলাম মামুন, কৃষক দলের আহ্বায়ক বাবুল পালোয়ান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, ফখরুল ইসলাম সোহেল, শ্রমিক দলের সভাপতি নান্নু বকশী, ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত সোহাগ, তরিকুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।