ঢাকারবিবার , ২৪ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল প্রেসক্লাবের ২০২৫ এর নির্বাচনী তফসিল ঘোষণা

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ২৪, ২০২৪ ১:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল প্রেসক্লাবের ২০২৫ এর নির্বাচনী তফসিল ঘোষণা।

 

ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাব কার্যকরী সংসদ ২০২৫ এর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ২৪ ডিসেম্বর মঙ্গলবার প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রেসক্লাবের হলরুমে ভোট গ্রহণ করা হবে।
গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় প্রেসক্লাবে কার্যনির্বাহী সংসদের সভায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

সেই সাথে নির্বাচন পরিচালনায় তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এতে সাইফুর রহমান মিরনকে প্রধান নির্বাচান কমিশনার এবং দেবাশীষ চক্রবর্তী ও নাসিমুল হককে নির্বাচন কমিশনার করা হয়েছে। ৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৮ই ডিসেম্বর ভোটার তালিকা সংশোধনী প্রস্তাব গ্রহণ, ৯ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকার সংশোধনী প্রস্তাব , ৯ ডিসেম্বর ভোটার তালিকা প্রকাশ, ১০, ১১ ডিসেম্বর মনোনয়নপত্র বিতরণ, ১৩ ই ডিসেম্বর মনোনয়নপত্র গ্রহণ, ১৩ ই ডিসেম্বর মনোয়নপত্র বাছাই, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৩ ই ডিসেম্বর, বাতিলকৃত প্রার্থীদের আপিল দাখিল ১৪ই ডিসেম্বর আপিলের শেষ শুনানি সিদ্ধান্ত গ্রহণ ১৫ই ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৭ই ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৮ই ডিসেম্বর, ভোটগ্রহণ ২৪ শে ডিসেম্বর বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত। ভোটগ্রহণ প্রেসক্লাব ভবনের তৃতীয় তলায় অনুষ্ঠিত হবে।