ঢাকামঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

৬০-৯০ দিনের মধ্যে বরিশাল বিভাগের ৬ জেলা ও মহানগর বিএনপির সম্মেলন সম্পন্ন করার নির্দেশ

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ২৬, ২০২৪ ১১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল বিভাগের অধীন মহানগর ও ৬ জেলা কমিটি সম্মেলনের মাধ্যমে গঠনের জন্য নির্দেশ দিয়েছে হাইকমান্ড। গত ২৫ নভেম্বর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। বরিশাল বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির সহ সভাপতি আব্দুল আউয়াল মিন্টুকে। চিঠিতে বলা হয়েছে ‘মহানগর ও জেলা সমূহের সম্মেলন সম্পন্নের লক্ষ্যে বিভাগের অর্ন্তভুক্ত সকল ইউনিয়ন, উপজেলা, পৌর, থানা কমিটি থেকে শুরু করে মহানগর ও সকল জেলার কমিটি সম্মেলনের মাধ্যমে আগামী ৬০ থেকে ৯০ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে’। এ লক্ষ্যে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক, মহানগর ও ৬ জেলার আহবায়ক, সদস্য সচিবদের সাথে বৈঠক করে দ্রুত সময়ের মধ্যে সম্মেলনের কার্যক্রম শুরুর তাগিদ দেওয়া হয়েছে চিঠিতে।