ঢাকারবিবার , ১৫ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরের উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদকসহ গ্রে*প্তার ৫

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ১৫, ২০২৪ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: পিরোজপুরের উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদকসহ গ্রে*প্তার ৫

পিরোজপুরের নাজিরপুরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ পাঁচজনকে গ্রেফতার করেছেন পুলিশ।

শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতাররা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান শেখ (৬৫), দেউলবাড়ি দোবরা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান মিন্টু ফকির (৫২), শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাইমহল ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল বাশার হাওলাদার (৬০), শেখমাটিয়া গ্রামের খালেক গাজীর ছেলে ও মো. কামরুজ্জামান গাজী (৫২), উপজেলার দেউলবাড়ি দোবরা ইউনিয়নের মুনিরাবাদ গ্রামের খালেক মিয়ার ছেলে মো. জাহাঙ্গির আলম গাজী (৫০)।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ বলেন, গ্রেফতারকৃতরা উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা। তাদের বিরুদ্ধে বিভিন্ন নাশকতা মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।