ঢাকাবুধবার , ১৮ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে বীর মুক্তিযো*দ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা প্রদান করেন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ১৮, ২০২৪ ১২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের অবদান স্মরণে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১২ টায় বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতেই পুলিশ কমিশনার মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সকল বীর শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।

এ সময় তিনি বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, মুক্তিযুদ্ধে আপনাদের অসামান্য অবদানের জন্যই আমরা লাল-সবুজের একটি স্বাধীন দেশ পেয়েছি। আমাদের রয়েছে একটি গৌরবোজ্জ্বল ইতিহাস। ১৯৭১ এর কাল রাতে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে বুলেট ছুড়ে আমরাই প্রথম গড়ে তুলেছিলাম সশস্ত্র প্রতিরোধ।

তিনি আরও বলেন, আমরা বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের উত্তরসূরী, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের। আপনাদের সম্মান জানিয়ে আমরা গর্বিত, উজ্জীবিত ও অনুপ্রাণিত হই।

এ সময় আগত বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যগণ মুক্তিযুদ্ধকালীন তাদের বীরত্বপূর্ণ ও দুঃসাহসিক অভিযানের বর্ণনাসহ মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাদের পরিবারের সম্মানিত সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদেরকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যরা পুলিশ কমিশনারের সাথে এক প্রীতিভোজে অংশগ্রহণ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ( ক্রাইম এন্ড অপারেশনস্) খন্দকার মোঃ শামীম হোসেন, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ ও সাপ্লাই এন্ড লজিস্টিকস) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম (বার), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স) সোনিয়া পারভীনসহ বিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ ও তাদের পরিবারের সম্মানিত সদস্যগণ।