নিউজ ডেস্ক :: যুবকের পা*য়ুপথ দিয়ে ৩৫৮৮পিস ই*য়া*বা উ*দ্ধার
বিমানযাত্রী বেশে ইয়াবা পরিবহনের সময় ৩ হাজার ৫৮৮ পিস ইয়াবাসহ মো. পলাশ (২৮) নামে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
বুধবার (১৮ ডিসেম্বর) এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, গত ১৬ ডিসেম্বর সন্ধ্যার দিকে একটি ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পরিবহনের সময় গোপন সংবাদের ভিত্তিতে মো. পলাশকে আভ্যন্তরীণ টার্মিনাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে এএপি অফিসে নিয়ে আসা হলে সে পাকস্থলীতে সুকৌশলে ইয়াবা পরিবহন করছে বলে নিশ্চিত করে। এয়ারপোর্টে কর্তব্যরত চিকিৎসকের শরণাপন্ন হলে তার পেটে ডিম্বাকৃতির ৭৮টি বস্তুর সন্ধান মেলে। পরে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে ডাক্তারদের তত্ত্বাবধানে পরিবহনকারীর পায়ুপথ দিয়ে প্রাকৃতিক কাজের মাধ্যমে কালো রঙের স্কচটেপ মোড়ানো অবস্থায় ৭৮ পোটলা ইয়াবা ট্যাবলেট বের করা হয়। এগুলো খুলে মোট ৩৫৮৮টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়
আরও জানায়, পলাশ দীর্ঘদিন ধরে মাদক বিক্রয় ও পরিবহনের সঙ্গে যুক্ত বলে জানা যায়। এর আগে গত নভেম্বরে এই উপায়ে মাদক পরিবহন করতে গিয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশের হাতে ৩ হাজার ৮০ পিস ইয়াবাসহ আটক হয় জুয়েল মিয়া (৩৩) নামে আরেক মাদক কারবারি।
এ ব্যাপারে জানতে চাইলে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার এডিশনাল ডিআইজি জনাব সিহাব কায়সার খান জানান, মাদক কারবারিদের মধ্যে এয়ারপোর্ট ব্যবহার করে মাদক পরিবহনের অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। আমরা এয়ারপোর্ট ব্যবহার করে যেকোনো অপরাধ চেষ্টা রুখে দিতে কাজ করছি।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ডিএমপির বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।