ঢাকাবুধবার , ১৮ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল নতুল্লাবাদ মহাসড়কে ট্রাকচাপায় নারীর মৃ*ত্যু

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ১৮, ২০২৪ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নতুল্লাবাদ মহাসড়কে ট্রাকচাপায় নারীর মৃ*ত্যু

বরিশাল নগরীর নতুল্লাবাদ মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় অটোরিকশা থেকে পড়ে ট্রাকের চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ইয়াকুব আলী সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি বরিশালটাইমসকে নিশ্চিত করেছেন বরিশাল বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকির সিকদার। নিহত মাসুমা রহমান (৩৫) বরিশাল কাশিপুর ইউনিয়নের কলস গ্রামের ২নং ওয়ার্ডের বাসিন্দা মিজানুর রহমানের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা বরিশালটাইমসকে জানান, অটোরিকশায় করে বরিশালের উদ্দেশে যাচ্ছিল এক নারী। হঠাৎ অটোরিকশাটিকে পিছন থেকে এসে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়েই যেতেই একটি ট্রাক এসে তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বরিশাল বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকির সিকদার বরিশালটাইমসকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং বাইক চালককেও আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।