নিজস্ব প্রতিবেদক :: ওলামা দলের বরিশাল বিভাগীয় কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত বরিশাল শিল্পকলা একাডেমীর হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার। কর্মীসমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের আরেক উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল।
উদ্বোধকের বক্তব্যে এ্যাড. মজিবর রহমান সরোয়ার বলেন, ভারত বাংলাদেশ নিয়ে যে চক্রান্তে লিপ্ত হয়েছে তা রুখে দিতে হবে। আমি বিশ^াস করি ভারতের বিরুদ্ধে যদি কোন সংগঠন প্রতিরোধ গড়ে তোলে তাহলে সবার আগে করবে ওলামা দল। নারায়ে তাকবীর বলে তারা ভারতের বিরুদ্ধে ঝাপিয়ে পড়বে। তিনি বলেন, দেশ গঠনে আলেম ওলামা তথা ওলামা দলকে দায়িত্ব নিতে হবে। আর এটা এখনই সময়। সরোয়ার আরো বলেন, দেড় যুগ দেশের মানুষ কথা বলতে পারেনি। কোন রাজনৈতিক দল বা অঙ্গ সংগঠন সভা সমাবেশ করতে পারেনি। আজকের এই সমাবেশ প্রমান করে ওলামা দল একটি কর্মী সমাবেশ করার জন্য কতটা তৃষ্ণার্থ ছিলো। মহান আল্লাহর অশেষ রহমতে দেশ থেকে অপশাসন দূর হয়েছে।
এখন সময় এসছে নতুন করে দেশ গড়ার। তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকার বিএনপির উপর কতটা জুলুম করেছে তার প্রমান হচ্ছে আমাদের নেতা তারেক রহমান। তার বিরুদ্ধে এত মামলা হয়েছে যে গত ৩ মাস ধরে প্রায় প্রতিদিন দেশের বিভিন্ন আদালত থেকে মামলা বাতিল হচ্ছে। তারপরও এখনো অনেক মামলা রয়ে গেছে। সব মামলা থেকে খালাস পেলে তবেই দেশে ফিরবেন তারেক রহমান। আপনারা সবাই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া করবেন।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আজকের বাংলাদেশ একটি পরিবর্তিত বাংলাদেশ,নতুন বাংলাদেশ। আজ এই দেশে বসে ওলামাদল বৃহৎ পরিসরে কর্মী সমাবেশ করতে পারছে। যা গত দেড়যুগে করতে পারেনি। এটা সম্ভব হয়েছে কারণ এই বাংলাদেশ এক নতুন বাংলাদেশ,ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ। তিনি বলেন, ওলামাদল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম একটি শক্তি। এই দলকে সুসংগঠিত থাকতে হবে। তিনি আরো বলেন, যে রক্তের বিনিময়ে নতুন স্বাধীনতা অর্জিত হয়েছে তা ম্লান হতে দেওয়া যাবে না। এজন্য যত দ্রুত সম্ভব দেশে জনগনের দ্বারা নির্বাচিত সরকার কে দায়িত্ব দিতে হবে। আর এ জন্য প্রয়োজনীয় সংষ্কার শেষে দ্রুত নির্বাচন দিতে হবে। দেশের মানুষ মন খুলে ব্যালটে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে । বছরের পর পর বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি।
ওলামা দলের কেন্দ্রীয় আহবায়ক আলহাজ¦ মাওলানা কাজী মোঃ সেলিম রেজার সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জামাল। বিশেষ অতিথি ছিলেন সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুল হক নান্নু এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা মোঃ নেছারুল হক।