ঢাকাশুক্রবার , ২০ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বিএমএসএফের বর্ষসেরা সম্মাননা পাচ্ছেন বরিশালের শাহিনসহ যুগান্তরের তিন সাংবাদিক

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ২০, ২০২৪ ১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বিএমএসএফের বর্ষসেরা সংবাদ সম্মাননা পাচ্ছেন দৈনিক যুগান্তরের তিন সাংবাদিক। তারা হলেন- বরিশালের ব্যুরোপ্রধান আকতার ফারুক শাহীন, কক্সবাজার জেলা প্রতিনিধি জসিম উদ্দিন ও ময়মনসিংহের গৌরীপুরের যুগান্তর প্রতিনিধি।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের জুড়িবোর্ড ২০২৪ সালের ১০টি দেশ সেরা প্রতিবেদনের জন্য তাদের এ সম্মাননার জন্য মনোনীত করেন। রোববার (১৫ ডিসেম্বর) বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর দেশ সেরা ১০ জনের তালিকা ঘোষণা করেন।

সম্মাননায় মনোনীত অন্যরা হলেন- বিটিভির নীলফামারী জেলা প্রতিনিধি নুর আলম, যমুনা টেলিভিশনের মানিকগঞ্জের সিনিয়র রিপোর্টার বিএম খোরশেদ, দৈনিক সমকালের মাদারীপুর জেলা প্রতিনিধি ফরিদ উদ্দিন মুপ্তি, এটিএন বাংলার জার্মান প্রবাসী সাংবাদিক খান লিটন, দৈনিক সময়ের আলোর রাজশাহী ব্যুরো প্রধান শফিকুল ইসলাম, প্রথম আলোর চাঁদপুরের জেলা প্রতিনিধি আলম পলাশ, দি ডেইলি অবজারভারের রংপুর জেলা প্রতিনিধি লাবনী ইয়াসমিন।

২০২৪ সালে নিউজে শীর্ষ অবস্থানে ছিলেন দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরোপ্রধান আকতার ফারুক শাহিন। এর মধ্যে আলোচিত সংবাদ ছিলো- আট মাসেই শতকোটি টাকা হাতিয়েছেন খোকন, দাতার খোঁজে ৩৩ হাজার কোটি টাকার প্রকল্প, কৃষকের কান্নায় ভিজছে তরমুজের খেত, বদলি বাণিজ্যে কয়েক কোটি টাকা লেনদেন। এছাড়া বছরের আরও ১৮টি দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সংবাদ ও জনগুরুত্বপূর্ণ একাধিক সংবাদ প্রকাশ করেন।

যুগান্তরের চট্টগ্রামের জেলা প্রতিনিধি জসিম উদ্দিন একই বছরে দেশজুড়ে আলোচিত ছিলেন। তাকে প্রকাশিত সংবাদের কারণে একাধিক মামলা মোকাবেলা করতে হয়েছে। তার আলোচিত সংবাদের মধ্যে জনগুরুত্বপূর্ণ ছিলো- দূষণে বিপর্যস্ত কক্সবাজার। সারাদেশে আলোচনায় উঠে আসে ‘হাজার কোটি টাকার সম্পদ করেছেন চট্টগ্রামের জসিম’, ‘ডাকাত থেকে এমপি- হাজার কোটি টাকার মালিক জাফর’, ‘ওসি প্রদীপ যুগে ফিরছে উখিয়া-টেকনাফ’, ‘ইয়াবা গডফাদার বদিতে মুগ্ধ ছিলেন হাসিনা’, ‘ঝালমুড়ি বিক্রেতা থেকেও চাঁদা নেন ম্যাজিস্ট্রেট’।

যুগান্তরের ময়মনসিংহের গৌরীপুর প্রতিনিধি রইছ উদ্দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ধারাবাহিক সংবাদ প্রকাশ করে আলোচনায় উঠে আসেন। ২৯ জুলাই গৌরীপুরে নিহত রাকিবের মায়ের কান্না ‘ছেলে আমার জানাজা দিবে এজন্য হাফেজ বানিয়েছিলাম’, ৩০ জুলাই ‘উপার্জক্ষম ছেলেকে হারিয়ে পাগল প্রায় পরিবারের সদস্যরা, ৩১ জুলাই ‘গৌরীপুরে বিপ্লব বাবাকে সাবধান করে নিজেই গুলিবিদ্ধ’, ২৪ আগস্ট ‘ছাত্র আন্দোলনে ময়নাতদন্ত ছাড়াই ৩ লাশ দাফন: বিচার নিয়ে শঙ্কা’। পাঠকদের কাছে জনপ্রিয় সংবাদ ‘বছরে প্রেমপত্র আসে না একটিও, মাসে তালাকের চিঠি আসে ২০টি’। আলোচিত সংবাদ ছিলো- ‘অর্ধশত কোটি টাকার সরকারি জমিতে আ.লীগ কার্যালয়সহ ১৫৭ স্থাপনা’, ‘পৌরসভার টাকায় খালের ওপর মেয়রের বহুতল মার্কেট’।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ৮ম বিজয় শোভাযাত্রা ও মিলনমেলা উপলক্ষ্যে ২২ ডিসেম্বর সেরা সংবাদ সম্মাননা ২০২৪ মনোনীতদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে।