ঢাকাশনিবার , ২১ ডিসেম্বর ২০২৪

১ হাজার ৬শ’ কেজি অ*বৈ*ধ পলিথিন জ*ব্দ

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ২১, ২০২৪ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: শরীয়তপুরে একটি ট্রাক থেকে এক হাজার ৬শ’ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার পালং বাজারে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর।

এসময় সড়কের পাশে থাকা একটি ট্রাকে তল্লাশি চালিয়ে বিভিন্ন আকারের ৪৭ বস্তা পলিথিন জব্দ করা হয়। পরিবেশ অধিদফতর জানায়, গোপন তথ্যের ভিত্তিতে এই যৌথ অভিযান চালানো হয়েছে।

তবে কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে ট্রাকচালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। জব্দকৃত পলিথিনগুলো পরিবেশ অধিদফতরের হেফাজতে রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ১ অক্টোবর থেকে সুপারশপে পলিথিন বা পলিপ্রপিলিনের ব্যাগ নিষিদ্ধ করা হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে তখন বলা হয়– কোনো সুপারশপ যদি পলিথিন ব্যাগ ব্যবহার করে, তাহলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এরপর গত ১ নভেম্বর থেকে কাঁচাবাজারে পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধের ঘোষণা দেয় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়।