নিজস্ব প্রতিবেদক :: বরিশালে জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদরাসার ৭৮তম মাহফিল শুরু।
দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদরাসার ৭৮তম বার্ষিক মাহফিল ও ইসলামী মহা সম্মেলন সোমবার বিকেল থেকে শুরু হয়েছে। তিন দিনব্যপী এ মাহফিলে ভারতের দেওবন্দ শরিফের প্রধান মুফতি আল্লামা হাবিবুর রহমান খায়রাবাদী ছাড়াও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম আখেরী মোনাজাত পরিচালন করবেন।
এছাড়াও ঢাকার জামিয়া তালিমীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, ঝালকাঠীর নেছারাবাদের পীর হজরত মাওলানা খলিলুর রহমান, মুফতী মিজানুর রহমান সাঈদ, মুফতি জসিম উদ্দিন রাহমানী, মুফতি এরশাদ উল্লাহ কাসেমী, মাওলানা মুফতী ওবায়দুল্লাহ হামজা, মাওলানা মুফতী নুরুল্লাহ সহ দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা ওয়াজ নসিহত করবেন।
এ মাহফিল উপলক্ষে মাদরাসার হিফজ সমাপনী ৩৩ ছাত্রকে দস্তারবন্দী ও ১৪ ছাত্রীকে সম্মাননা প্রদান করা হবে বলে জানা গেছে।
মাহফিল ইন্তেজামীয়া কমিটির পক্ষ থেকে মুহতামীম হাফেজ মাওলানা ওবাইদুর রহমান মাহবুব ও নায়েবে মুহতামিম মাওলানা মির্জা নুরুর রহমান বেগ জিকিরের সাথে মাহফিলে যোগদানের অনুরোধ করেছেন।