ঢাকাশুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে পুলিশের হাতে ভু*য়া ডিবি পুলিশ আটক 

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ২৭, ২০২৪ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল (বিএমপি) এয়ারপোর্ট থানা পুলিশ ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে। আটক যুবকের নাম অভিষেক ওরফে সোম অভি (৩০)। তিনি আগৈলঝড়া থানার পতিহার গ্রামের লক্ষ্মন চন্দ্র সোম ওরফে পলাশ সোমের ছেলে। সে বর্তমানে কালিবাড়ী রোড (উত্তর), ১৯ নম্বর ওয়ার্ডের বরিশাল সরদার ম্যানশন আলম মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এয়ারপোর্ট থানার ২৯ নম্বর ওয়ার্ডস্থ ইছাকাঠী শাহ পড়ান সড়ক হাতেম আলী মসজিদ সংলগ্ন জনৈক রানা হাওলাদারের হোটেলের সামনে নিজেকে স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরিচয় দিয়ে স্থানীয়দের কাছে চাঁদা দাবি করেন।

বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে এয়ারপোর্ট থানার অবহিত করলে থানার এসআই মো. আল-আমিন নাঈমের নেতৃত্বে ১ টি চৌকস টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে চারটি নকল আইডি কার্ড, একটি কালো রঙের ওয়াকি-টকি ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটক অভিষেক ওরফে সোম অভির বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।