ঢাকাশুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দুই ট্রাক কাগজ ও নথি উদ্ধার : পু*ড়িয়ে দেওয়ার আগে জনতার হাতে আটক

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ২৭, ২০২৪ ১১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দুই ট্রাক কাগজ ও নথি উদ্ধার করেছে জনতা। পরে তা পুলিশের কাছে সোর্পদ করলে পুলিশ তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ফেরত দিয়ে দেয়। গতকাল শুক্রবার রাতে এ ঘটনাটি ঘটেছে বরিশালের সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা বাজারে।

বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম জানান, প্রায় এক যুগ পুরনো দাপ্তরিক নথিপত্র যার কার্যকারিতা শেষ হয়ে গেছে তা পুড়িয়ে ফেলার জন্য নির্দেশ দেয়া হয়। ভাড়া করা দুটি ট্রাকে এসব কাগজ ও আসবাবপত্র ভর্তি করে তা ময়লা খোলার ভাগারে ফেলে পুড়িয়ে দেওয়ার জন্য অফিসের দুই কর্মকর্তা ও এক কর্মচারীকে লেবার সহ পাঠানো হয়।
অফিসের দুই কর্মকর্তার কেউই বরিশালের ময়লার ভাগার চেনেননা। অফিস কর্মচারী এবং ট্রাক ড্রাইভার তাদের সিদ্ধান্তে কাগাশুরা এলাকার বাজারের পেছনে কাগজগুলো নিয়ে যায়। ধারনা করা হচ্ছে কাগজগুলো না পুড়িয়ে তা বিক্রি করে লাভবান হতে এমনটা করতে পারে।
এসময় এক বান্ডিল কাগজ ট্রাক থেকে রাস্তায় পরে যায়। জনতা তা তুলে দেখে এগুলো সরকারি কাগজ। এসময় তাদের সন্দেহ হয় যে, কাগজগুলো ঢাকার সচিবালয়ের অগ্নিকান্ডের ঘটনার সাথে সংশ্লিষ্ট হতে পারে। এসন্দেহে তারা ট্রাক ও কাগজ আটকে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষা প্রকৌশল বিভাগে খবর দেয়। তারা এসে বিষয়টি পরিস্কার করলে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, পুলিশ এর মাধ্যমে সমঝোতা হয়। পরে ট্রাক ও কাগজগুলো একটি মুচলেকার মাধ্যমে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তার কাছে ফেরত দেয় হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত স্থানের পরিবর্তে অন্য স্থানে কাগজ নেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।