ঢাকাশুক্রবার , ১০ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

চলন্ত সিএনজিতে আগুন

ক্রাইম টাইমস রিপোর্ট
নভেম্বর ১০, ২০২৩ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: চলন্ত সিএনজিতে আগুন

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি চলন্ত সিএনজি চালিত অটোরিকশায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় যাত্রীরা নিরাপদে বেরিয়ে যেতে পারলেও আগুনে সামান্য আহত হয়েছেন অটোচালক।

আজ শুক্রবার দুপুর ২টায় চাষাঢ়া থেকে সাইনবোর্ডগামী একটি যাত্রীবাহী সিএনজিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চালকদের ধারণা সিএনজির সিলিন্ডার ফেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চালক সুমন বলেন, ‘চলন্ত অবস্থায় হঠাৎ পেছনে আগুন ধরে যায়। দ্রুত যাত্রীরা নেমে যায়। আমি আগুনের কাছে গিয়ে দেখি সিলিন্ডারের পাইপ থেকে গ্যাস বের হচ্ছে ও আগুন জ্বলছে। আগুন নেভানোর চেষ্টা করার সময় আমার হাত কিছুটা পুড়ে যায়। যাত্রীরা নিরাপদ থাকলেও এক যাত্রীর ব্যাগ ও ব্যাগে থাকা ল্যাপটপ পুড়ে গেছে।’

প্রত্যক্ষদর্শীরা বলেন, আগুন ধরার কিছুক্ষণের মধ্যেই পুরো অটোরিকশাটি পুড়ে যায়। আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বের হওয়ায় তা নেভানো যায়নি। পরে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে।

নারায়ণগঞ্জ মন্ডলপাড়া ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ নাঈম হোসেন বলেন, ‘ধারণা করা হচ্ছে সিএনজির গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত। ঘটনাস্থলে গিয়ে দেখি আগুন প্রায় নিভে গেছে। পরে পুরো সিএনজির আগুন নিভিয়ে ফেলি আমরা। পোড়া গাড়িটি নিরাপদ দূরত্বে সরিয়ে রাখা হয়েছে।’