ঢাকাবুধবার , ১ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষনে পুলিশ কমিশনার

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ১, ২০২৫ ৯:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: থার্টিফাস্ট নাইটে সব ধরণের বিশৃঙ্খলা ঠেকাতে উদ্যোগ গ্রহণ করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন পুলিশ কমিশনার মো: শফিকুল ইসলাম। নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ এবং শান্তিপূর্ণভাবে থার্টি ফার্স্ট নাইট উদযাপন এর লক্ষে গতকাল দুপুরে নথুল্লাবাদ বাসস্ট্যান্ড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন পুলিশ কমিশনার। এ সময় তার সাথে ছিলেন উপ-পুলিশ কমিশনার (সিএসবি) জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার (উত্তর) রুনা লায়লা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এদিকে থার্টিফাস্ট নাইট উপলক্ষে নগরীর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা জানানো হয়েছে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়ের করা হয়েছে। এছাড়া সন্ধ্যার পরে নগরীর গুরুত্বপূর্ণ সড়কে সাইরেন বাজিয়ে পুলিশ-র‌্যাব-সেনাবাহিনী মহড়া দেয়। গত কয়েক বছরের চেয়ে এবারই শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।