নিউজ ডেস্ক :: জা*মিন চাইতে এসে কা*রাগা*রে আ.লীগের ৩ নেতা
রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় জামিন নিতে এসে কারাগারে গেছেন তিন আওয়ামী লীগ নেতা। বুধবার (১ জানুয়ারি) দুপুরে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন।
তারা হলেন- গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও স্কুলের প্রধান শিক্ষক ফকীর আব্দুল কাদের (৬০), গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুব রব্বানী (৪৮) ও আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম (৩৭)।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর কোর্ট পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, গোয়ালন্দের আওয়ামী লীগের ৩ নেতা আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, গোয়ালন্দে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় এজাহার নামীয় ৩ আসামি গতকাল বুধবার আদালতে জামিন নিতে গেলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ওই মামলার ফকির আব্দুল কাদের ৮ নম্বর, গোলাম মাহবুব রব্বানী ৫ নম্বর ও রবিউল ইসলাম ১৬ নম্বর এজাহার নামীয় আসামি।
জানা গেছে, গত ৪ আগস্ট বেলা ৩টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংলগ্ন গোয়ালন্দ রেলগেটের পাশে মসজিদের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর গুলিবর্ষণসহ বিভিন্ন অস্ত্র দিয়ে হামলা চালায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মো. শাহজাহানের ছেলে ও রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র শরীফুল ইসলাম গত ১০ ডিসেম্বর ৫৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০০/৪০০ জনকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় ওই তিন নেতা এজাহার নামীয় আসামি।