নিজস্ব প্রতিবেদক :: বরিশালে আ’লীগ নেতার অত্যা*চার থেকে রেহাই পেতে প্রবাসীর স্ত্রীর সংবাদ সম্মেলন।
নগরীর বৈদ্যপাড়া এলাকার আওয়ামী লীগ নেতা লিপটন খানের হাত থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন করেছেন সানজিদা রহমান তন্বি নামে এক গৃহবধূ। গতকাল বগুরা রোডের একটি চাইনিজ রেঁস্তোরায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তন্বি। সে বৈদ্যপাড়া এলাকার গোলাম হাসিব এরশাদের স্ত্রী। লিখিত বক্তব্যে সানজিদা রহমান বলেন-আমার স্বামীর সেজ ভাইয়ের কাছ থেকে বৈদ্যপাড়ার লিপটন খানের বড় ভাই রিপন খান ৩.৬৭ শতাংশ জমি ক্রয় করেন। দলিলে ৫ফিট রাস্তার কথা উল্লেখ আছে। কিন্তু রিপন কোন ধরণের আইনের তোয়াক্কা না করে ৬ তলা ভবন নির্মান করছেন। আমার বড় ভাসুর গোলাম দস্তগীর মুরাদ জনস্বার্থের কথা বিবেচনা করে বিষয়টি সমাধানের উদ্যোগ নেন। এ কারণে মুরাদকে দেখে নেওয়ার হুমকী দেয় রিপন খান, লিপটন খান এবং তাদের লোকজন। বাধ্য হয়ে গোলাম দস্তগীর আইনের আশ্রয় নেয়। তিনি আদালতে এ নিয়ে মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে ভবন নির্মানের ব্যাপারে স্থিতিবস্থা জারি করে। আমার ভাসুর যখন মামলা করে তখন আমার স্বামী গোলাম হাসিব এরশাদ স্পেনে ছিলো। অথচ ক্ষিপ্ত হয়ে লিপটন খান ও তার ভাই মিলে আমার স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করে। সম্প্রতি জাকির খান নামে এক ব্যক্তি আমার স্বামীর নামে আরো একটি মামলা করেছে। সংবাদ সম্মেলনে সানজিদা রহমান অভিযোগ করে বলেন-লিপটন খান বিএনপির অফিস পোড়ানোসহ একাধিক মামলার আসামী। অথচ পুলিশ তাকে গ্রেপ্তার করছেনা।