নিজস্ব প্রতিবেদক :: বরিশালে সাকুরা পরিবহন কেড়ে নিল মোটরসাইকেল চালকের প্রা*ণ।
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর ভূরঘাটা এলাকায় সাকুরা পরিবহনের চাপায় মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। নিহত রিফাত হোসেন (৩৮) বরিশালের হিজলা উপজেলার গোবিন্দপুর গ্রামের বাবুল চৌধুরীর ছেলে। আহত ব্যক্তির নাম আমানউল্লাহ। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, বরিশালগামী বেপরোয়াগতির সাকুরা পরিবহনের বাস দুর্ঘটনাকবলিত এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক রিফাত নিহত হন। আশংকাজনক অবস্থায় আরোহী আমানকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। ওসি আরো জানান, লাশ উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।