ঢাকাশনিবার , ৪ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ৯ হাজার ৯০৩ পিস ইয়াবাসহ নারী আটক 

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ৪, ২০২৫ ১২:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ৯ হাজার ৯০৩ পিস ইয়াবাসহ নারী আটক।

বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইলে মাদক ক্রয়-বিক্রয়ের সময় ৯ হাজার ৯০৩ পিস ইয়াবাসহ শান্তনা আক্তার (২৫) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শুক্রবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বামরাইল বন্দরের সাবেক ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইয়াবা কারবারি শান্তনা আক্তার বরিশাল সদর উপজেলার কাকাশুরা গ্রামের হাওলাদার বাড়ির মোঃ সুরুজ হাওলাদারের স্ত্রী ও মৃত হাচান সরদারের মেয়ে।

সূত্রে জানা যায়- শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল গোয়েন্দা শাখার এসআই কাজী ওবায়দুল কবীর, এএসআই রাজিব চন্দ্র পাল, মোঃ ইখতিয়ার খান,মোঃ জিয়াউল,মোঃ রিয়াজ, ইমরানুল হক ও মোসাঃ ফারজানা আক্তার নিশু মিলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বামরাইল বন্দরের সাবেক ইউনিয়ন পরিষদের সম্মুখে মাদক ক্রয়-বিক্রয়ের সময় নারী মাদক কারবারি শান্তনা আক্তার তল্লাশি চালিয়ে প্লাস্টিকের খেলনা গাড়ির ভিতর থেকে ৯ হাজার ৯০৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় ডিবি পুলিশের এসআই কাজী ওবায়দুল কবির বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত নারী মাদক কারবারির বিরুদ্ধে মামলা হয়েছে।