নিজস্ব প্রতিবেদক :: মুখ ঢেকে ৭ জনকে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটলেন গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সা. সম্পাদক।
গাইবান্ধা জেলা শহরে মোটরসাইকেলের ওপর কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে সদর উপজেলার পূর্ব কোমরনই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের এই কেক কাটার আয়োজন করা হয়।
গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মামুন আহমেদের নেতৃত্বে কেক কাটায় ৭ নেতাকর্মী অংশ নেয়। তবে ছবিতে মামুন আহমেদের মাথায় টুপি ও মুখ মাফলার দিয়ে ঢেকে রাখতে দেখা যায়।
এ বিষয়ে বক্তব্য জানতে গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মামুন আহমেদের মুঠফোনে একাধিকবার কল করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
উল্লেখ, মামুন আহমেদকে সাধারণ সম্পাদক করে গঠিত গাইবান্ধা জেলা ছাত্রলীগের কমিটি ২০২১ সালে বিলুপ্ত ঘোষণা করা হয়।মুখ ঢেকে ৭ জনকে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটলেন গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সা. সম্পাদক