নিউজ ডেস্ক :: ৩৫ পিস ইয়াবাসহ যুবলীগ সদস্য আটক
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোজাম্মেল হককে (৪০) ইয়াবাসহ আটক করেছে পুলিশ। শনিবার (১১ নভেম্বর) সকালে এসব তথ্য নিশ্চিত করেন খালিয়াজুরী থানার ওসি মো. খাইরুল বাশার। তিনি জানান, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় যুবলীগ সদস্য মোজাম্মেল হককে শনিবার সকালের দিকে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
এরআগে, গত শুক্রবার রাত ৯টার দিকে মোজাম্মেল নিজের দোকানে ইয়াবা বেচা-কেনার সময় পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল সাকিব তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা জব্দ করা হয়। এ বিষয়ে উপজেলা যুবলীগের আহবায়ক আরিফুল ইসলাম ফালাকের সঙ্গে কথা হলে তিনি জানান, শনিবার যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শেষে জেলা কমিটির সঙ্গে পরামর্শক্রমে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নেত্রকোণা জেলা যুবলীগের আহবায়ক মাসুদ খান জনি জানান, উপজেলা কমিটির আহবায়কের সঙ্গে কথা বলে সাময়িকভাবে বহিস্কার করা হবে। পরবর্তীতে মোজাম্মেল হক নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারলে সেক্ষেত্রে তাকে স্থায়ীভাবে বহিস্কার করা হবে