
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বরিশাল জেলা ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখা উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শনিবার ১১ জানুয়ারী বেলা ১১ টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজের এনাটমি লেকচার গ্যালারীতে এই শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠিত হয়।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আয়োজন। আয়োজনে শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের ৫ শতাধীক আউটসোর্সিং স্টাফদের মঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, শীতবস্ত্র বিতরণ কমিটির আহ্বায়ক অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডা কামরুদ্দোজা হাফিজুল্লাহ হিরু এবং সদস্য সচিব সচিব ডা সাইদুল ইসলাম আবীর।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শের-ই-বাংলা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও অধ্যাপক ডা. আজিজ রহিম, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর, ড্যাব বরিশাল জেলা শাখার সভাপতি ডা. মো. কবিরুজ্জামান, ডা. নজরুল ইসলাম সেলিম, সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. শাওন বিন রহমান সহ জাতীয়তাবাদী চিকিৎসকবৃন্দ।
ছবির ক্যাপসনঃ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বরিশাল জেলা ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখার নেতৃবৃন্দ


