নিজস্ব প্রতিবেদক :: স্বাধীন তদন্ত কমিশনকে স্বাধীনভাবে পিলখানার হত্যাকাণ্ডের প্রকৃত সত্য উদ্ঘাটন ও প্রকৃত অপরাধীদের চিহ্নিতকরার স্বার্থে প্রজ্ঞাপনের ক্রমটি নং ২ এর ঙ অনুচ্ছেদ বাতিল ২৫ ও ২৬ তারিখ পিলখানা হত্যাকাণ্ডের চাকুরিচ্যুত সকল বিডিআর সদস্যদের ক্ষতিপূরণসহ চাকুরিতে পুনর্বহাল ও তদন্ত সাপেক্ষে নির্দোষ বিডিআর সদস্যদেরকে মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জানুয়ারি) বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনের সড়কে চাকুরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত বিডিআর এর ব্যানারে চাকরিচ্যুত বিডিআর সদস্য শহিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে ৩ দফা দাবি তুলে ধরেন।
মানববন্ধনে তারা বলেন, পিলখানায় নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার ৬৭ জন সেনা অফিসারসহ ৭৪ জন হত্যাকাণ্ডের পেছনে দায়ী ব্যক্তিবর্গ এবং নেপথ্যের নায়কদের চিহ্নিত করে অতি দ্রুত দৃষ্টান্ত মূলক শান্তি নিশ্চিত করা এবং যে সকল বিডিয়াম সদস্যের সাজার মেয়াদ শেষ ও খালাস প্রাপ্তদের মুক্তি, তাদের সবাইকে সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা দিতে হবে