ঢাকাসোমবার , ১৩ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

সচিবালয় ঘে*রাওয়ের ঘো*ষণা জবি শিক্ষার্থীদের 

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ১৩, ২০২৫ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: সচিবালয় ঘে*রাওয়ের ঘো*ষণা জবি শিক্ষার্থীদের

 

আজ সোমবার দুপুর দেড়টার মধ্যে মন্ত্রণালয় ও সেনা কর্মকর্তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন না বসলে সচিবালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনশনরত শিক্ষার্থীরা।

সোমবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জবি শাখার সভাপতি এ কে এম রাকিব।

তিনি বলেন, আমরা একটি আল্টিমেটাম দিচ্ছি। আমরা দেড়টা পর্যন্ত অপেক্ষা করব।

এ সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি মন্ত্রণালয়, ইউজিসি ও সেনা কর্মকর্তাদের সঙ্গে না বসে, তবে সচিবালয় ঘেরাও হবে। দেড়টার মধ্যে কোনো সমাধান না হলে ক্যাম্পাসের প্রধান ফটক থেকে যাত্রা শুরু হবে।

এসময় তিনি সকল শিক্ষার্থীকে আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।

এর আগে গতকাল রোববার তিন দফা আন্দোলনে অনশন শুরু করে শিক্ষার্থীরা।

তাদের দাবি- ২য় ক্যাম্পাস সেনাবাহিনীকে হস্তান্তর করতে হবে; শিক্ষার্থীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করতে হবে এবং অস্থায়ী আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অন্তত ৭০ ভাগ শিক্ষার্থীকে আবাসন ভাতা দিতে হবে।

এই তিন দাবিতে গতকালের মতো আজ সোমবারও অনশনে বসেছেন শিক্ষার্থীরা। জবির প্রধান ফটকে তালা ঝুলিয়ে অনশন করছেন তারা। অনশনে অসুস্থ হয়ে প্রায় ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। উপাচার্যের আশ্বাসেও অনশন ভাঙেননি শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ উদ্ভিদবিজ্ঞান বিভাগ, সমাজকর্ম বিভাগ, রাষ্ট্র বিজ্ঞান বিভাগ, রসায়ন বিভাগ, সিএসই বিভাগ, পদার্থবিজ্ঞান বিভাগ, মার্কেটিং বিভাগ, ম্যানেজমেন্ট স্টাডিস, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ, ইতিহাস বিভাগ, আই ই আর বিভাগ, ফার্মেসি বিভাগ, গণিত বিভাগ, ভূমি ব্যবস্থাপনা ও আইন  বিভাগ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, বাংলা বিভাগ ও গণিত বিভাগের শিক্ষার্থীরা ‘শাটডাউন’-এর সঙ্গে একাত্মতা পোষণ বিভাগের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন।

এদিকে প্রধান ফটকে তালা ঝোলানোই ক্যাম্পাসের মধ্যে কোনো প্রকার যানবাহন ঢুকতে পারছে না। তবে সাধারণ শিক্ষার্থীদের চলাচলের জন্য পকেট গেট খোলা রাখা হয়েছে।