
নিজস্ব প্রতিবেদক :: মুলাদীতে ২ কোটি টাকার ইটভাটা হা*তিয়ে নেন আ. লীগ নেতা।
মুলাদীতে কৌশলে এক ব্যবসায়ীর দুই কোটি টাকার একটি ইটভাটা হাতিয়ে নেন আওয়ামী লীগ নেতা। দীর্ঘ ১৪ বছর পর উদ্ধারের চেষ্টা শুরু করেছেন ওই ব্যবসায়ী। ২০১১ সালের মে মাসে তেরচর গ্রামের মৃত আহাম্মদ আলী বেপারীর ছেলে এলাহি বক্স বেপারী খেজুরতলা বাজার এলাকার এমএন বিক্সের মালিকানা হাতিয়ে নেন বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী মেহেদী হাসান ফারুক প্যাদা। এলাহি বক্স বেপারী সম্পর্কে তাঁর ভগ্নিপতি। ইতোপূর্বে ওই ইটভাটা উদ্ধার করতে গিয়ে ফারুক প্যাদা উল্টো মামলা ও হামলার শিকার হয়েছিলেন বলে জানান। আওয়ামী লীগ সকার পতনের পর তিনি ইটভাটা উদ্ধারের জন্য গত ৫ জানুয়ারি মুলাদী থানায় আবেদন করেন। গতকাল বুধবার সন্ধ্যায় মুলাদী থানায় এনিয়ে সালিশ বৈঠক করা হয়।
ব্যবসায়ী ফারুক প্যাদা জানান, ২০০৭ সালে খেজুরতলা বাজারের পশ্চিম-উত্তর পার্শ্বে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে একটি ইটভাটা স্থাপন করেন। ২০১১ সালে ইটভাটায় টাকার সংকট দেখা দিলে ভগ্নিপতি এলাহি বক্স বেপারীর কাছে সহযোগিতা চান। ওই সময় এলাহি বক্স সহযোগিতা না করে চুক্তিতে ইটভাটা হস্তান্তরের প্রস্তাব দেন।
চুক্তি অনুযায়ী ফারুক প্যাদাকে ২৮ লাখ টাকা দেওয়া এবং ইটভাটার বাকী বকেয়া টাকা পরিশোধের কথা ছিলো এলাহি বক্স বেপারীর। কিন্তু এলাহি বক্স ফারুক প্যাদাকে কোনো টাকা না দিয়ে ইটভাটার নাম পরিবর্তন করে ফেলেন এবং পাওনাদারদের টাকা দিতে অস্বীকার করেন। ফলে ইটভাটার শ্রমিক, কয়লা ও মাটি সরবরাহকারীরা ফারুক প্যাদাকে টাকা পরিশোধের জন্য চাপ প্রয়োগ করেন। ওই সময়ে ফারুক প্যাদা তার ইটভাটা উদ্ধারের চেষ্টা করলে কয়লা সরবরাহকারী সুলতান মোল্লাকে দিয়ে মামলা করান এলাহি বক্স। মামলা ও পাওনাদারদের সামাল দিতে ফারুক প্যাদা নি:স্ব হয়ে পড়লে ইটভাটা দখলে নেন এলাহি বক্স।
ফারুক প্যাদা আরও বলেন, আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এলাহি বক্স কৌশলে দুই কোটি টাকার ইটভাটা দখল করে নিয়েছেন। দীর্ঘদিন ধরে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে আওয়ামী লীগের পতনের পর ৫জানুয়ারি থানায় আবেদন করেছি। বুধবার সন্ধ্যায় থানা পুলিশ এলাহি বক্সকে কাগজপত্র দেখানোর নির্দেশ দিলে তিনি তা দেখাতে পারেননি। এর পরেও তিনি ইটভাটার মালিকানা ছাড়তে অস্বীকার করছেন।’
এব্যাপারে এলাহি বক্স বলেন, ফারুক প্যাদার কাছ থেকে যথাযথ প্রক্রিয়ায় ইটভাটা ক্রয় করা হয়েছে। সকল কাগজপত্র সংরক্ষিত আছে। যথাসময়ে থানা পুলিশের কাছে উপস্থাপন করা হবে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, ফারুক প্যাদা তাঁর ভগ্নিপতি এলাহি বক্স বেপারীর বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ করেছেন। অপরদিকে এলাহি বক্স ইটভাটা ক্রয়ের দাবি করেছেন। তাদের দুজনের কাগজপত্র দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


