নিজস্ব প্রতিবেদক :: ‘হত্যার চক্রান্ত! অল্পের জন্য বেঁচে গিয়েছি’, কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন শেখ হাসিনা।
গত ৫ অগস্ট বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। পতন হয় আওয়ামী লীগের সরকারের। সেই থেকে দেশছাড়া রয়েছেন হাসিনা। আওয়ামী লীগের পোস্ট করা এক অডিয়ো ক্লিপে সেই যন্ত্রণার কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন তিনি।
আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশে এক অডিয়োবার্তায় কেঁদে ফেললেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দাবি করলেন, তাঁকে হত্যার চক্রান্ত করা হয়েছিল। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন। শুক্রবার বেশি রাতের দিকে আওয়ামী লীগের ভেরিফায়েড সমাজমাধ্যম হ্যান্ডল থেকে হাসিনার একটি ছোট অডিয়ো ক্লিপ পোস্ট করা হয়। ৪৯ সেকেন্ডের ওই অডিয়ো ক্লিপে ৫ অগস্ট দেশ ছাড়ার সময়ের কথা বর্ণনা করছিলেন তিনি। সেখানে হাসিনা জানান, ২০-২৫ মিনিটের ব্যবধানে তিনি এবং তাঁর বোন শেখ রেহানা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন। অডিয়ো ক্লিপের শেষাংশে দেশছাড়া হওয়ার দুঃখের কথা বলতে গিয়ে হাসিনার গলা ধরে ওঠে। তিনি বলেন, “আমার কষ্ট হচ্ছে, আমি আমার দেশছাড়া, ঘরছাড়া। সব কিছু জ্বালিয়ে-পুড়িয়ে দিয়েছে।”
তথ্যসূত্র : আনন্দবাজার পত্রিকা।