নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ছাত্রদলের মিছিল।
চতুর্থ দফায় আগামী রোববার (১২ নভেম্বর) থেকে দেশব্যাপী বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ সফল করার লক্ষ্যে বরিশাল নগরীতে ঝটিকা মিছিল করেছে ছাত্রদল।
শনিবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর সার্কিট হাউসের সামনে থেকে এ ঝটিকা মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি বটতলা সড়কে গিয়ে শেষ হয়। মিছিল থেকে অবরোধের সমর্থনে নানা স্লোগান দেওয়া হয়।
মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম তারেক ও মুসফিকুর রহমান অভির নেতৃত্বে এ ঝটিকা মিছিল বের করা হয়।