ঢাকাবুধবার , ২২ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আ’লীগ সরকার সবচেয়ে বেশী ক.ষ্ট দিয়েছে জামায়াত ইসলামীকে, আমীর ডা: শফিকুর রহমান

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ২২, ২০২৫ ২:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক  :: আওয়ামীলীগ প্রমান করেছে তারা কোন রাজনৈতিক দল নয়, গণহত্যাকারী সিন্ডিকেট। আওয়ামীলীগ আদালতে গিয়ে প্রমান করুক এ কথা সত্য নয়। সবচেয়ে বেশী কষ্ট দিয়েছে জামায়াত ইসলামীকে। একে একে নেতৃবৃন্দকে ফাঁসি দেয়া হয়েছে। বরিশালে বললেন জামায়াত ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান।

 

গতকাল মঙ্গলবার বিকালে নগরীর হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে বরিশাল মহানগর ও জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, জামায়াত ইসলামীর সকল অফিস আওয়ামীলীগ আমলে তালাবদ্ধ করে রাখা হয়। জামায়াত ইসলামীর নিবন্ধন কেড়ে নেয়া হয়। এক পর্যায়ে দিশেহারা হলে রাজনৈতিক আত্মহত্যার পূর্বে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করা হয়। এ আন্দোলনের মূল কৃতিত্ব আল্লাহর। তিনি বলেন, একটা গোষ্ঠী বাংলাদেশকে সাড়ে ২৩ বছর শাসন করেছে। কিন্তু তারা বাংলাদেশকে এক থাকতে দেয়নি। জনগণকে কয়েক ভাগে বিভক্ত করে টুকরা টুকরা করেছে। আমরা আমাদের সন্তানদের সাথে কন্ঠ মিলিয়ে রাস্তায় নেমেছিলাম ফ্যাসিবাদীকে বিদায় করতে। সাড়ে ১৫ বছর আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিবাদকে বিদায় করতে ভীত রচনা করেছি। কিন্তু রাজনৈতিক আন্দোলনে বিদায় করতে পারিনি। শেষ আন্দোলনটা রাজনৈতিক ছিল না। ছাত্র-যুব সমাজের একটি অধিকারের আন্দোলন ছিল। তারা অযৌক্তিক কোটা সংস্কারের দাবি করেছিল। আর সংস্কার তাদের বিরুদ্ধে হাতুড়ি বাহিনী নামিয়েছিল। এ সময় শহীদ আবু সাইদের শ্লোগান তুলে ধরেন এবং তার মৃত্যুর বর্ণনা দেন তিনি। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব আবু সাইদকে মুক্তির মহানায়ক বলে। আবু সাইদের পরিবারের কাছে গিয়ে আমরা ধন্য হয়েছি। তারা সৌভাগ্যবান আবু সাইদকে জন্ম দিয়েছে। আমীর বলেন, ৫ আগস্টের আন্দোলনে হাজার হাজার পরিবারের সন্তান শহীদ হয়েছে। এরকম ঘটনা কেন ঘটেছে আওয়ামীলীগকে ইঙ্গিত করে বলেন, একটি দল এবং একজন ব্যক্তির রাক্ষসী মনোভাবের কারনে। তারা ক্ষমতার রাক্ষস, তারা মানুষ বলে কাউকে সম্মান দিতেন না। তারা গণহত্যাকারী ব্যক্তি এবং দল। আমরা সেই গণহত্যাকারী প্রতিটি ব্যক্তির বিচার চাই। জামায়াতের আমীর পালিয়ে বিদেশে থাকা আওয়ামীলীগের নেতৃবৃন্দ দেশে আসার আহ্বান জানিয়ে বলেন, আপনারা ক্ষমতায় থাকতে আমরা জেলে কিভাবে ছিলাম আপনারা দেশে এসে বিষয়টি দেখেন। আপনারা মিথ্যা মামলা দিয়ে সাজানো সাক্ষী দিয়ে পাতানো আদালত বসিয়ে জামায়াত ইসলামী নেতৃবৃন্দকে ফাসির নামে খুন করেছেন। আর আপনারা প্রকাশ্যে খুন-গুম করেছেন। যা দেশবাসী এবং বিশ্ববাসী সাক্ষী। আপনারা খুন করতে করতে এমনো করেছে একটা উপর একটা লাশ ফেলে সেই স্তুপে আগুন দিয়েছেন। কিভাবে আপনারা এ গণহত্যা সংঘটিত করলেন। আমীর বলেন, সভা-সমাবেশে গেলে প্রশ্ন আসে আগামী নির্বাচনে আওয়ামীলীগ অংশগ্রহন করতে পারবে কিনা। জামায়াত ইসলামী মনে করে আগে গণহত্যাকারী আওয়ামীলীগের বিচার। বিচার হওয়ার পর গণহত্যাকারী পরিবারগুলো সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে আসতে পারবে কিনা। ৫ আগস্ট আন্দোলনের সফলতার দাবিদার দেশের ১৮ কোটি মানুষ। আর নেতৃত্বের সফলতার দাবিদার আমাদের ছাত্র তরুন যুবসমাজ। বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, মুয়াযযম হোসাইন হেলাল ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যাপক মোহাম্মদ আব্দুল জব্বার। এর পূর্বে চরমোনাই পীরের বাড়ি গিয়ে চরমোনাই পীর রেজাউল করিমের সাথে সৌজন্য সাক্ষাত করেন জামায়াত ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান।