
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীতে জমি দখলের চেষ্টা, থানায় লিখিত অভিযোগ।
নগরীর কাশীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বিল্লো বাড়ি কালু হাওলাদারের কলাবাগানের কলাগাছ কেটে ফেলা,ও কুটের কুঁড় পুরানো এবং বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে একই গ্রামের নিজাম ,রিয়াজ কামালের বিরুদ্ধে। এয়ারপোর্ট থানায় তাদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়।
ঘটনাটি ঘটে ২৯ শে জানুয়ারি বুধবার দিবাগত রাত্র ২ টার সময় ।
অভিযোগ সূত্রে কালু হাওলাদার বলেন আমাদের বাড়ির পূর্ব পাশে আমরা একটি বিল্ডিং এর কাজ করা শুরু করি তখন এজাহার ভুক্ত প্রতিপক্ষ থানা থেকে পুলিশ এনে আমাদের কাজে বাধা প্রদান করেন। ঘটনায় স্থলে পুলিশ বলেন উভয়পক্ষ কাগজ পত্র নিয়ে বৃহস্পতিবার থানায় আসবেন । আমরা পুলিশের কথা অনুযায়ী কাজ বন্ধ রাখি এবং ঐদিন দিবাগত রাত্রে বিপক্ষ দল আমাদের বাগানের কলা গাছ কেটে ফেলে কুটির কুঁড়ে আগুন দিয়ে কুঁড় পুড়িয়ে ফেলে এবং ঘরে আগুন লাগিয়ে দেয় তখন আমরা দাগ চিৎকার দিলে স্থানীয়দের সহায়তায় আগুন লাগানো ঘর রক্ষা করি এবং ৯৯৯ ফোন দিলে এয়ারপোর্ট থানা থেকে ঘটনাস্থলে পুলিশ আসে তদন্ত করে সবকিছু নিয়ে যায়।
কালুর ভাগিনা মিলন কাজী বলেন আমাদের বাড়ি এবং মামা বাড়ি খুবই কাছাকাছি। হঠাৎ করে গভীর রাত্রে আগুন লাগছে আগুন লাগছে ডাক শুনি।তখন ঘর থেকে বাইরে নেমে রাস্তায় এসে মামাদের বাড়িতে আগুনের ঝলকানি দেখি তখন আমার পাশ দিয়ে পাশের বাড়ির নিজাম, কামাল ,রিয়াজ (পিতাআব্দুর রব)হাতে রামদা নিয়ে বাড়ির দিক যাচ্ছে সাথে অপরিচিত চারজন লোক ছিল। আমি তাদের নাম প্রকাশ করায় আমাকে সরাসরি মেরে ফেলার হুমকি দেয় এবং বলেন তোর পায়ের রগ কেটে দেব তোকে কে বাঁচাবে এবার তুই আমাদের নাম কেন বলছিস থানায়। থানায় অভিযোগ করায় আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে থাকেন এখন আমি তাদের ভয়ে ২৪ ঘন্টাই তাদের আতঙ্কের মধ্যে থাকি।
এ বিষয়ে এজাহার ভুক্ত আয়ু মাহবুব বলেন মোসাম্মদ জোসনা বেগম বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন অভিযোগের আলোকে আমরা আইন আনুক ব্যবস্থা নিব।