ঢাকামঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে নি.খোঁ.জ হাসিনা : পরদিন খাল থেকে লা.শ উদ্ধার

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ৪, ২০২৫ ২:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক  :: বরিশালে নি.খোঁ.জ হাসিনা : পরদিন খাল থেকে লা.শ উদ্ধার।

স্বামীকে দুধ আনতে বলে নিজে চরকাউয়া খেয়াঘাট বাজারে গিয়েছিলেন নাতির জন্য হাস কিনতে। হাস-রুটি পিঠা খাওয়ানোর ইচ্ছে ছিলো নাতিকে তার। এরপর আর ঘরে ফেরেননি হাসিনা বেগম (৫০)। স্বামী ওমর আলীসহ সন্তানরা অনেক খোঁজাখুঁজি করেও পায়নি তাকে। সেলফোনটিও বন্ধ পেয়েছেন কল করে। পরদিন সকালে পাওয়া গেল তাঁকে। তবে জীবিত নয়, খালের পানিতে মৃত অবস্থায়। রবিবার বিকেলে ঘর থেকে বের হয়ে বাজারে গিয়েছিলেন হাসিনা বেগম। তাই তার মৃত্যু অস্বাভাবিক বলে দাবী স্বজনদের।
ঘটনাটি ঘটেছে বরিশালের সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের চরকাউয়া গ্রামে। ৩ ফেব্রুয়ারী সকালে এখানে খান বাড়ীর পিছনের খালে ভাসছিল একজন মহিলার লাশ। যা দেখে উৎসুক গ্রামবাসী সেখানে ভিড় করে এবং বন্দর থানা পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ এসে ভাসমান মৃতদেহ খাল থেকে তুলে পরিচয় সনাক্ত করতে পেরেছে। তবে বিযয়টি হত্যা না আত্মহত্যা তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। সোমবার সকালে চরকাউয়া খাল থেকে উদ্ধারকৃত মৃতদেহটি একই গ্রামের কয়লাঘাট এলাকার বাসিন্দা ওমর আলীর স্ত্রী গৃহবধূ হাসিনা বেগমের। তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, স্থানীয়রা সকালের দিকে খালে মরদেহটি ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খালের পানি থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

মরদেহটি উদ্ধারের পর তার পরিচয় সনাক্ত হয়েছে। উদ্ধার হওয়া মৃত হাসিনা বেগম ওই এলাকার ওমর আলীর স্ত্রী। বিযয়টি হত্যা নাকি আত্মহত্যা তা সনাক্তের জন্য নিহতের মরদেহ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এদিকে কয়লাঘাট এলাকায় তখন শোকের ছায়া। ওমর আলীর ঘরে কান্নার রোল চলছে। চরকাউয়া বাস মালিক সমিতির সদস্য ওমর আলীসহ তার দুই মেয়ে ও এক ছেলে তখন হাউমাউ করে কাঁদছিলেন। তাদের ভাতিজা ইউপি সদস্য সাগর বলেন, গত ২ ফেব্রুয়ারী রবিবার বিকেলে বাজার করতে বের হন তার চাচী। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। ফোনও বন্ধ পাওয়া গেছে।
মৃতের স্বামী ওমর আলী বলেন, এটি কোনো স্বাভাবিক মৃত্যু হতে পারেনা। আমার স্ত্রী সাঁতার জানা মহিলা। তাছাড়া চরকাউয়া খেয়াঘাট বাজারে গিয়েছিল হাস কিনতে। আমাকে ফোন করে বলেছিল দুধ কিনে নিয়ে যেতে ঘরে। খান বাড়ির দিকে তার যাওয়ার প্রশ্নই আসে না।

পুলিশ ঘটনার সঠিক তদন্ত করলেই সত্য জানা যাবে বলে জানান তিনি। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, পানিতে পড়ে থাকায় লাশের শরীর ফুলে ছিলো। তাই আমরা সেভাবে পরীক্ষা করতে পারিনি। খাল থেকে তুলেই সাথে সাথে মর্গে পাঠিয়ে দিয়েছি। সেখান থেকে রিপোর্টের সূত্র ধরে কাজ করবো আমরা। তবে তদন্ত চলমান রয়েছে। বিভিন্নজনকে জিজ্ঞাসাবাদ করে আমাদেরও মনে হয়েছে এটি স্বাভাবিক ঘটনা না।