
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে কোরআনের ১১ হাফেজ পেলেন পাগড়ি সম্মাননা ও হিফজুল কোরআন অ্যাওয়ার্ড।
বরিশালে ১১ জন নতুন কোরআনে হাফেজকে পাগড়ি প্রদান ও হিফজুল কোরআন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
শুক্রবার ( ০৭ জানুয়ারি ) রাতে বরিশাল শহরের অক্সফোর্ড মিশন রোড মাদ্রাসাতুল আবরার বরিশাল হিফজুল কোরআন বিভাগ থেকে তাদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
২০২৪- ২০২৫ সালে প্রতিষ্ঠানটি থেকে হেফজ শেষ করা ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে মাদরাসা এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পাগড়ি প্রদান করা হাফেজরা হলেন হাফেজ মোসাদ্দেকুর রহমান রোহান, হাফেজ নাজমুস সায়েম, হাফেজ ইমতিয়াজ আহমেদ, হাফেজ আবু রাছিন, হাফেজ জিকরুল্লাহ, হাফেজ জায়েদ, হাফেজ লাবিদ হোসেন তামিম, হাফেজ আহনাফ, হাফেজ আবির খান, হাফেজ আবীর হোসেন।
এতে মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ মাওলানা মোহাম্মদ ইমরান হোসাইন রহমানীর পরিচালনায় সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার আব্দুর রব সাহেব।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কাশিপুর পীর সাহেব মুফতি নুরুল্লাহ সাহেব। বিশেষ অতিথি ছিলেন বটতলা হাজী ওমর সাহা মাদ্রাসার মোহাদ্দেস মুফতি শরিফুল ইসলাম সাহেব, অক্সফোর্ড মিশন রোড ইদ্রিসিয়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল মালেক সাহেব। খাজা মইনুদ্দিন চিশতী বাজার রোড মাদ্রাসার নায়েবে মুহতামিম ও বরিশাল কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হযরত মাওলানা হাফেজ রুহুল আমিন সাহেব, অন্যান্য শিক্ষকবৃন্দ।