ঢাকাশনিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

২৭৪ পিস ইয়া.বাসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আটক

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ৮, ২০২৫ ১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: ২৭৪ পিস ইয়া.বাসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আটক।

টেকনাফে সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমানকে (৫৩) ইয়াবাসহ আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোরে সেন্ট মার্টিন পশ্চিম পাড়া চেয়ারম্যানের নিজ বাড়ি থেকে ১২ হাজার ২৭৪ পিস ইয়াবাসহ তাকে আটকের কথা জানায় কোস্ট গার্ড।

আটক মুজিবুর রহমান সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) সিয়াম-উল-হক।

 

 

তিনি বলেন, আজ ভোরে গোয়েন্দা সূত্রে জানা যায়, সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিম পাড়া সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুজিবুর রহমান তার নিজস্ব বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা পাচারের উদ্দেশে মজুত করেছেন।

এই তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ঘরের পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করলে ওই চেয়ারম্যানকে আটক করা হয়।

পরে ঘর তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকায়িত একটি বস্তার ভেতরে মোড়ানো ১২ হাজার ২৭৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই ঘটনায় আটক ইউপি চেয়ারম্যানকে টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।