
নিজস্ব প্রতিবেদক :: উজিরপুরে পানের বরজ ভেঙ্গে কৃষকের ২০ লক্ষ টাকা ক্ষতি করে দুর্বৃত্তরা
দারিদ্র কৃষকের ৩৫০ টি পানের বরজ ভেঙ্গে- চুরে দুমড়ে দিয়ে ২০ লক্ষ টাকার ক্ষতি সাধন এবং পান লুটপাট সহ দুটি পানি শেষের মেশিন নিয়ে যায় দুর্বৃত্তরা। যার ফলে নিঃস্ব হয়ে গেছে বরজের মালিক।। বিচারের জন্য কৃষক এখন ঘুরে বেড়াচ্ছে সুশীল সমাজ থেকে শুরু করে প্রশাসনের দ্বারপ্রান্তে।
বরিশালের উজিরপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পানের বরজ ভাঙ-চুর ও ২ হাজার বিরা পান লুটপাট করে দুটি পানির শেষের মেশিন নিয়ে যান প্রতিপক্ষরা। এ বিষয়ে উজিরপুর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবার।
এ ঘটনাটি ঘটেছে উপজেলার শোলক ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উত্তর শোলক গ্রামে। মামলা ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায় উত্তর শোলক গ্রামের মোঃ সেলিম সিকদারের সাথে একই গ্রামের কামাল সিকদার গংদের সাথে উত্তর শোলক মৌজায় পৈত্রিক ২০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলমান রয়েছে। এরই প্রেক্ষিতে ৫ ফেব্রুয়ারি সকাল ১০ টার দিকে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মোঃ জামাল সিকদার, কামাল সিকদার, শাহাদাত সিকদার, মোঃ সাকিব সিকদার, তোফাজ্জেল সিকদার (বাবুল), মোঃ তাওহিদ সিকদার (রাজিব)সহ ১৫০-২০০ ভাড়াটিয়া সন্ত্রাসীরা মিলে দেশীয় অস্ত্র সাজে সজ্জিত হয়ে সেলিম সিকদারের ক্রয় কৃত (সাব-কবলা ) ভোগ দখিলীয় ১ একর জমিতে থাকা পানসহ পানের বরজ ভাংচুর করে ২টি সেচ মটর ও পান লুট এবং বিষ জাতীয় ঔষধ প্রয়োগ করে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে। এর প্রতিবাদ করায় স্হানীয় লতিফ সিকদারকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
এ ব্যপারে ভুক্তভোগী সেলিম সিকদার জানান আমার ভোগদখলীয় পানের বরজে হামলা ও লুটপাট চালায় সন্ত্রাসীরা। এর বিচারের দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি। অভিযুক্তরা বিষয়টি এড়িয়ে যায়। এ ঘটনায় দুপুর ১২ টার দিকে উজিরপুর মডেল থানার এসআই তারেক ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং একটি রামদা ও বিষ জাতীয় ঔষধ উদ্ধার করে। হামলার ঘটনায় ভুক্তভোগী সেলিম সিকদার বাদী হয়ে অভিযুক্ত মোঃ জামাল সিকদার, কামাল সিকদার,সাহাদাত সিকদার,সাকিব সিকদার,তোফাজ্জেল সিকদার, তাওহিদ সিকদারসহ অজ্ঞাতনামা ৮/১০ জনকে আসামি করে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে মামলা রুজু করা হয়েছে এবং আসামীদের গ্রেপ্তার করে আদালতে প্রেরন করা হবে ।