
মোঃ ইলিয়াছ খান, ফরিদপুর জেলা প্রতিনিধি :: ফরিদপুরের সালথা উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু (৫৪)কে গ্রেপ্তার করেছেন পুলিশ।
আজ (মঙ্গলবার ১১ই ফেব্রুয়ারি) দুপুরে ১ টার দিকে ঘটি ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে আটক করা হয়।
লাভলু ওই ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের বাসিন্দা
সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান বলেন, দ্রুত বিচার আইনের মামলার ওয়ারেন্টভুক্ত আসামী লাভলু চেয়ারম্যান কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনের মামলা সহ একাধিক মামলা রয়েছে। পরে তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।


