
নিজস্ব প্রতিবেদক :: দা*বি পূরণ না হলে আ*ন্দোলনের হুঁ*শিয়ারি ববি শিক্ষার্থীদের
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগ ও পাতানো সিন্ডিকেট সভার অভিযোগে বাসভবনের গেট ভেঙেছে একদল শিক্ষার্থী। শুক্রবার উপাচার্যের বাসভবনের সামনে প্রায় দুই ঘণ্টা অবস্থান শেষে বিকালে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে আন্দোলনরত শিক্ষার্থীরা।
এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা শনিবার সংবাদ সম্মেলন করে বেশ কয়েকটি দাবি উত্থাপন করেছে। আজ রোববারের মধ্যে এসব বিষয় সমাধান না হলে তারা কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে-রেজিস্ট্রারের মেয়াদ শেষ হওয়ায় তাকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে। অভ্যন্তরীণ শিক্ষকদের প্রতিনিধি করে এরপর সিন্ডিকেট সভা আহ্বান করতে হবে।
মেয়াদ শেষ না হওয়ায় বাতিল করা দুই শিক্ষককে সিন্ডিকেট সদস্য হিসাবে ফিরিয়ে আনার ব্যবস্থা করা। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আগামী ৭২ ঘণ্টার মধ্যে রোডম্যাপ দিতে হবে। সিন্ডিকেটে ছাত্র প্রতিনিধি রাখার বিধান রাখতে হবে।
সিন্ডিকেটের আলোচ্য বিষয় সাংবাদিকদের কাছে উন্মুক্ত (প্রকাশযোগ্য) করতে হবে। অবকাঠামো উন্নয়নে নিয়োগ পাওয়ার পর উপাচার্যের পদক্ষেপ শিক্ষার্থীদের মাঝে প্রমাণ সাপেক্ষে উপস্থাপন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধান উপদেষ্টার কাছে দ্রুত সময়ের মধ্যে চিঠি পাঠাতে হবে। স্বৈরাচারের দোসরদের সঙ্গে সখ্যের কারণ স্পষ্ট করে শিক্ষার্থীদের সামনে তুলে ধরে ক্ষমা চাইতে হবে।
গত প্রশাসনে বিভিন্ন প্রশাসনিক পদে যারা ছিল তাদের নতুন পদ বণ্টন করা যাবে না। শিক্ষকদের যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে। পাশাপাশি যেসব শিক্ষক সরাসরি ছাত্র আন্দোলনের বিরোধিতা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
শিক্ষার্থীদের সেবাবঞ্চিত ফি ও বিভাগ উন্নয়ন ফির জবাবদিহিতা নিশ্চিত করে দ্রুত পদক্ষেপ নিতে হবে। দরিদ্র শিক্ষার্থীদের জন্য মেধার ভিত্তিতে বৃত্তির ব্যবস্থা করতে হবে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে নতুন আরেকটি ব্যাংকের শাখা স্থাপন ও দপ্তরগুলোতে দক্ষ জনবল নিয়োগের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসতে হবে।
২২ দফার অগ্রগতি দেখাতে হবে এবং তার ব্যাখ্যা করতে হবে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। এর আগে শুক্রবার অনুষ্ঠিত সিন্ডিকেট মিটিংকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকালেও উপাচার্যের বিরুদ্ধে বিক্ষোভ করে বাসভবন ও কার্যালয়ে তালা দিয়েছিল শিক্ষার্থীরা।


