নিজস্ব প্রতিবেদক :: মোঃ তৌহিদুল ইসলাম পারভেজ মৃধা ভু.তের দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত।
বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়নের কৃতি সন্তান, সমাজ সেবক মোঃ তৌহিদুল ইসলাম পারভেজ মৃধাকে সভাপতি করে ভুতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নতুন অন্তবর্তীকালীন (অ্যাডহক) কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড।
১০ ফেব্রুয়ারি বুধবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন মিয়াকে সদস্য সচিব করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক ৪ সদস্য বিশিষ্ট অন্তবর্তীকালীন (অ্যাডহক) কমিটির শিক্ষক সদস্য হিসেবে মনোনীত হয়েছে মোঃ মিজানুর রহমান । এছাড়াও কমিটিতে বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদকে অভিভাবক সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
আগামী ৬ মাস এই অ্যাডহক কমিটি দায়িত্ব পালন করবে বলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে এবং নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম সম্পন্ন করতে হবে কমিটিকে।