
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীতে ছাত্রদলের বি.ক্ষো.ভ মি.ছিল।
স্বৈরাচার আওয়ামী লীগের নৈরাজ্য এবং হরতালের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরের দলীয় কার্যালয় থেকে বের হয়ে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।এসময় ছাত্রদলের নেতারা বলেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগ তাদের কর্মকা-ে লজ্জিত না হয়ে, ক্ষমা না চেয়ে উলটো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। হরতাল ডেকে ফের নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে। এসবের দায়ভার শেখ হাসিনাকেই নিতে হবে।